দুদকের মামলা ইয়াবা অধিপতি সাইফুল করিমের বিরুদ্ধে

ইয়াবা অধিপতি সাইফুল করিম

কক্সবাজার : দেড় যুগেরও বেশী সময় ধরে দেশের ইয়াবা সম্রাজ্যের একছত্র অধিপতি সাইফুল করিম ওরফে ইয়াবা সাইফুলের বিরুদ্ধে অবশেষে মামলা করেছে দুদক। মঙ্গলবার (৩০) এপ্রিল দুপুরে সমন্বিত জেলা কার্যালয় (দুদক) চট্টগ্রাম-২ সহকারী পরিচালক শরিফ উদ্দীন বাদী হয়ে নগরীর ডাবল মুরিং থানায় এই মামলা দায়ের করেন।

দেশের আলোচিত ইয়াবাকারবারী তালিকার টপ ওয়ান টেকনাফ উপজেলার পৌরসভার শীলবুনিয়া পাড়া এলাকার সাবেক রোহিঙ্গা গ্রাম্য ডাক্তার হানিফের ছেলে হাজী সাইফুল করিম। দুদকের দায়ের করা মামলার অভিযোগে ১ কোটি ৬৬ লক্ষ ৫ হাজার ৬৮৮ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আরো পড়ুন : চাক্তাইয়ে ৫ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

তার পরিবারের অপর ৫ ভাইও চিহ্নিত মাদককারবারী। এদের মধ্যে বড় ভাই মুন্না কয়েক মাস পূর্বে ইয়াবাসহ আটক হয়ে বর্তমানে কারাগারে রয়েছে।

অপরদিকে তার দুই শ্যালক ইয়াবার অভিযোগে অত্মসর্পন করে জেল হাজতে রয়েছে।

এক সময় নগরীর খাতুনগঞ্জ এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কেরানী থেকে ইয়াবার কালো টাকায় তিনি বাগিয়ে নিয়েছেন এস কে ইন্টারন্যাশনালের নামে সর্বোচ্চ কর দাতা সিআইপি পুরষ্কার। দেশের এমন কোন বড় শহর নেই যেখানে নামে বেনামে এই ইয়াবাকারবারী সাইফুল করিমের ব্যবসা নেই। গড়ে তুলেছেন এস কে গ্রুপ নামে ব্যবসা প্রতিষ্ঠান।

আইনপ্রয়োগকারী সংস্থার চাপের মুখে কখনো দাদারবাড়ী মিয়ানমার কখনো থাইল্যান্ড,মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আত্মগুপনে ছিলেন।সম্প্রতি একটি নির্ভর‍্যযোগ্য সূত্র কিছু দিন পূর্বে সে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছেন বলে জানিয়েছে। তবে দুদক কর্মকর্তাদের দাবী, আইনের আওতায় আনতে তার সম্ভাব্য অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। খোঁজ পেলে অতি শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হবে।