হোটেল পেনিনসুলায় গার্লস প্রাউরিটি ঈদ মেলায় জমজমাট বিকিকিনি

চট্টগ্রাম : নগরীর হোটেল পেনিনসুলার ডালিয়া হলে গার্লস প্রাউরিটি রয়েল ঈদ এক্সিবিউশন জমে উঠেছে। বৃহস্পতিবার (২ মে) থেকে তিন দিনব্যাপী শুরু হওয়া মেলা চলবে আজ শনিবার রাত ১০টা পর্যন্ত।

ক্রেতা আকর্ষণ করতে দেওয়া হচ্ছে নানা লোভনীয় অফার। এ মেলায় দেশিয় পণ্যকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানালেন আয়োজক গার্লস প্রাউরিটি’র এডমিন তাসনুভা আনোয়ার।

আরো পড়ুন : নাফ নদীতে নৌ ডুবে ৪ রোহিঙ্গা নারী পুরুষ নিখোঁজ!
আরো পড়ুন : পাঁচ ফুট উচ্চতায় বইছে জোয়ারের পানি, চট্টগ্রামে জলোচ্ছ্বাসের আশঙ্কা

মেলা পরিদর্শন করেন অতিরিক্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী, তাঁর সহধর্মিনী সাইয়্যেদা কুরাইশী,
চট্টগ্রাম লেডিস ক্লাবের প্রেসিডেন্ট খালেদা আউয়াল, সায়েদা কুরাইশী ফাষ্ট প্রেসিডেন্ট জিনাত আজম, লেডিস ক্লাব ও ইনার হুইল ক্লাবের মেম্বার প্রফেসর শামসুন্নাহার, সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু।

শুক্রবার (৩ মে) দুপুরে মেলা ঘুরে দেখা গেছে, ঘুর্ণিঝড় ‘ফণী’ মাথায় নিয়েও মেলায় ভিড় জমিয়েছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারও যেন দম ফেলার ফুসরত নেই। অনলাইন বুটিক ও ফ্যাশন প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ সুবিধা দিচ্ছে। দেশি-বিদেশি নানা অলংকারাদিও স্থান পেয়েছে মেলায়। ধাতব অলংকার, পুতির মালাসহ শোভা পাচ্ছে মেয়েদের সাজ সজ্জার নানা প্রসাধনী।

নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতেই মেলার আয়োজন বলে জানান গার্লস প্রাউরিটি’র এডমিন আমেনা চৈতি। তিনি বলেন, ৭২টি স্টলে সহনীয় মূল্যে পছন্দের সব পোষাকের সমাহার রয়েছে।

অনুভূতি প্রকাশ করে মেলায় আগত দর্শনার্থী রাইসা তাবাসুম বলেন, ‘আমরা সাধ্যের মধ্যেই পছন্দের পণ্য ক্রয় করছি। এখানকার পণ্যের গুনগত মানও ভালো। এ ধরনের মেলায় হাতের কাছেই সব কিছু পাওয়া যায়। বিক্রি সম্পর্কে কথা হয় সায়মা’স ক্রিয়েশনের স্বত্ত¡াধিকারী ডিজাইনার সায়মা সুলতানার সাথে। তিনি বলেন, ‘আমরা যে পণ্যসামগ্রী স্টলে উঠিয়েছি তা প্রায় বিক্রি শেষ। মেলায় আরো নতুন নতুন আইটেম নিয়ে আসব।’

হোটেল পেনিনসুলায় গার্লস প্রাউরিটি’র ঈদ মেলায় কেনাকাটা করছেন অতিরিক্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী

শেয়ার করুন