রমজানেও বদলাচ্ছে না ভারতের ভোটগ্রহণের সময়

ভারতে চলমান লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের সময়সীমা রমজান মাসে পরিবর্তন হচ্ছে না। এ নিয়ে বিরোধীদের আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল রবিবার (৫ মে) কমিশনের পক্ষ থেকে জানিয়েছে, রমজান মাসে ভোটগ্রহণের সময়সীমা পরিবর্তন সম্ভব নয় ।

দেশটিতে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু রমজান মাসে ভোর সাড়ে ৪টা বা ৫টায় শুরু করার জন্য কমিশনের কাছে আবেদন করা হলে তা দিল্লিতে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে খারিজ করে দেওয়া হয়েছে।

কমিশনের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ‘সব দিক খতিয়ে দেখে লোকসভা নির্বাচনের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফার ভোটগ্রহণের সময়সূচি পরিবর্তন করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, তৃণমূলসহ বিভিন্ন বিরোধী দল লোকসভা নির্বাচনের সময়সূচি নিয়ে প্রথম থেকে অসন্তোষ জানিয়ে আসছিল । রমজান মাসে মুসলিম ভোটারদের সমস্যায় পড়তে হবে বলে তারা মনে করছেন এবং ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছিলেন তারা। কিন্তু কমিশন অনেক আগেই সেই দাবি খারিজ করে দেয়। ভোটদানের সময়সীমা বদলের আবেদনও এবার খারিজ হয়ে গেল।