টেকনাফে এসি ল্যান্ডের অভিযানে ৫ একর জমি উদ্ধার

কক্সবাজার

কক্সবাজার: টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারের কবল থেকে সরকারী ৫ একর রিজার্ভ জমি উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১১ মে) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

আরো পড়ুন : দলে অনুপ্রবেশকারীদের বের করে দিতে হবে: তথ্যমন্ত্রী
আরো পড়ুন : নিউজিল্যান্ডে বাংলাদেশি দম্পতির জেল

উপজেলার উত্তর হ্নীলা মৌজার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল রিজার্ভ এলাকায় স্থানীয় নাজির হোছন, মোজাহের মিয়া, শফিক ড্রাইভার এবং রহিমের দখলে থাকা ৫ একর সরকারী জমি উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।

এসময় হোয়াইক্যং বনবিট কর্মকর্তা আতিক আহমদসহ বন কর্মচারী ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত জমির মূল্য আনুমানিক ২ কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন।

সহকারী কমিশনার আবুল মনসুর জানান, দেশ ও জনস্বার্থ রক্ষার পাশাপাশি অবৈধভাবে রিজার্ভ পাহাড়, খাল, নদী দখলদার ভূমি দস্যুরা যতোই শক্তিশালী হোক তা দখল মুক্ত করতে উপজেলা ভূমি প্রশাসন তৎপর রয়েছে এবং দ্রব্য মূল্যের উর্ধ্বগতি এবং আইন-শৃংখলা পরিপন্থী কাজে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।