চট্টগ্রাম : পূর্ব শত্রুতার জের ধরে নগরীর বাকলিয়া থানার বলিরহাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বুবলি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (১১ মে) রাতে এ ঘটনা ঘটে। ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
আরো পড়ুন : দলে অনুপ্রবেশকারীদের বের করে দিতে হবে: তথ্যমন্ত্রী
আরো পড়ুন : টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ, নিহত ১
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম জানান, সন্ত্রাসীদের গুলিতে বুবলি আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহতের ভাই রুবেলের সঙ্গে স্থানীয় শাহ আলমসহ কয়েকজন যুবকের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল। রাতে শাহ আলম ও তার লোকজন রুবেলকে মারতে আসে। এসময় বুলবুলি ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা বুবলিকে গুলি করে পালিয়ে যায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকদের জিজ্ঞাবাদ করা হচ্ছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত