আজ বিকাল থেকে বৃষ্টির প্রবণতা, হতে পারে বজ্রবৃষ্টি

ফাইল ছবি

তীব্র তাপদাহে পুড়ছে দেশ। কোথাও বৃষ্টির দেখা নেই। জীবিকা নির্বাহে ছুটে চলা মানুষগুলো তপ্তরোদে দিশেহারা। এবার আশার বাণি শুনালো আবহাওয়া অধিদপ্তর। বলা হলো রবিবার বিকেল থেকে শুধু বৃষ্টি নয়, বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে। আর ১৩ মে সোমবার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি আরো বৃদ্ধি পেতে পারে।

নোয়াখালী ও দিনাজপুর অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

তাপমাত্রা পরিস্থিতি নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর-পশ্চিমাংশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শেয়ার করুন