টেকনাফে ২ রোহিঙ্গা মানবপাচারকারী নিহত

নিহত

কক্সবাজার: টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মানবপাচারকারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- উখিয়া জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত রহিম আলীর ছেলে আব্দুস সালাম (৫২) ও টেকনাফ উপজেলার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ (২২)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার (১৪ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় ঘটনাস্থলে দুই রোহিঙ্গা শীর্ষ মানবপাচারকারী নিহত হয়।

এসময় আহত হয়েছেন পুলিশের এএসআই জহিরুল হক, কনষ্টেবল হারুন, মোবারক ও মানিক মিয়া। ঘটনাস্থল থেকে ২ দেশীয় তৈরি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, নিহত ব্যক্তিরা চিহ্নিত মানব পাচারকারী। তাদের বিরুদ্ধে মানবপাচারসহ বেশ কটি মামলা রয়েছে। সকালে লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।