জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন ফটিকছড়িতে

ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রাম : জেলার ফটিকছড়ি উপজেলায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে আবুল মনছুর (৩২) নামের এক ভাই একজন খুন হয়েছে। ঘটনায় নিহত মনছুরের ভাই মুহাম্মদ আকবরসহ আরো বেশ ‍কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিহত মনছুর বখতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিয়া বাড়ীর মুহাম্মদ মিয়ার পুত্র।

মঙ্গলবার (১৪ মে) বিকালে উপজেলার বখতপুর ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : নিছক মজার ছলেই বাচ্চা অদল-বদল
আরো পড়ুন : জামান’স হোটেলকে দেড় লাখ টাকা জরিমানা

এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে শান্তিরহাট বাজারে দু-পক্ষে কথা কাটাকাটির একপর্যায়ে বাবু ও ফিরোজ আবুল মনসুরকে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলে ঘুরে পড়ে যায়। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার ঘটনাস্থলে যান। বিষয়টি নিশ্চিত করে বলেন, মনসুর নামের এক ব্যক্তি নিহত হয়েছে এবং ঘটনায় আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। সেখান থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে থানায় আনা হয়েছে। তবে এখনো কোন মামলা রেকর্ড করা হয়নি।

সাংবাদিক Alamgir Nissan ভায়ের টাইমলাইন থেকে।

আমার বক্তব্যঃ
পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধির শিক্ষা আমাদের কলব পর্যন্ত পৌঁছাতে পারেনি, সারাক্ষণ আমরা ভোগীবাদী হয়ে জীবন যাপন করছি, যার কারণে রমজানের রোজা পালন শুধু উপবাসেই আঁটকে আছে!!

তাই, সাধনা তো দুরের কথা, সংযমের বদলে জোরজবরদস্তি, মারামারি কাটাকাটি, খুন ধর্ষণ, চুরি ছিনতাই, আমাদের নিত্যসঙ্গী!

আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।