পাঁচ লাখ টাকা পুরস্কার পাবেন চট্টগ্রামের পাঁচ সেরা সংবাদকর্মী

একুশে টেলিভিশন

চট্টগ্রাম : সংবাদকর্মীদের কাজের স্বীকৃতি দিতে প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে দেশের কোন গণমাধ্যম। এর অংশ হিসেবে চট্টগ্রামে কর্মরত সংবাদকর্মীদের পুরস্কার দেয়ার উদ্যোগ নিয়েছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সেরা পাঁচজন সংবাদকর্মী নির্বাচন করে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা ও সনদপত্র দেয়া হবে।

চলতি (মার্চ) মাসের তৃতীয় সপ্তাহে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দিবেন দেশের বিশিষ্ট নাগরিকরা।

একুশে টেলিভিশন কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগ্রহী সংবাদকর্মীদের ২০১৬ সালে প্রকাশিত ও প্রচারিত যে কোনো দুটি রিপোর্ট ১৭ মার্চের মধ্যে জমা দেয়ার অনুরোধ করা হয়েছে। পাঠানো প্রতিবেদনের উপর অবশ্যই এর বিষয়বস্তু বা হেডলাইন লিখে পাঠাতে হবে প্রকাশিত ও প্রচারের তারিখসহ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাংবাদিকতা পেশায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে তাদের সামাজিক যোগাযোগ, ব্যক্তিত্ব ও গ্রহণযোগ্যতার বিষয়টিও বিবেচনায় আনা হবে। প্রবীণ ও সিনিয়র সংবাদকর্মীদের নিয়ে তিন সদস্যের জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচিত করবেন।

তবে একুশে টিভির চট্টগ্রাম অফিসের কোনো সংবাদকর্মী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন