
সীতাকুণ্ড : কুমিরা জেলে পাড়ায় আসামী ধরাকে কেন্দ্র করে জেলেদের সাথে পুলিশের সংঘর্ষে এক মহিলা মারা গেছে। পুলিশের এলো পাতাড়ি গুলিতে আহত হয়েছে বেশ কয়েকজন নারী পুরুষ।
সোমবার (২০ মে) দিবাগত রাত ১২টার দিকে কুমিরা ঘাটঘরের পশ্চিমে জেলে পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশসহ ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া হার্টএ্যাটাকে মারা গেছেন বেলাম্বু দাসী (৫৮) নামে এক নারি।
আরো পড়ুন : নরসিংদীর ৮ ইউনিয়ন পরিষদকে অ্যাম্বুল্যান্স হস্তান্তর
আরো পড়ুন : চট্টগ্রামের কর্ণফুলীসহ ৫ নদী নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি : নৌ প্রতিমন্ত্রী
এলাকাবাসীরা জানায় রাত সাড়ে ১১ টার দিকে জেলে পাড়ার নিজ ঘর হতে বিনা কারণে এসআই জসিম ঘুমন্ত যুবক রুবেল দাশকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় গ্রেফতারের কারণ জিজ্ঞাসা করতে গেলে বাড়ীর লোজনের সাথে বিরোধ শুরু হয়। এসময় পুলিশ বাড়ীর নারী পুরুষদের প্রথমে লাঠিপেটা করে।
পুলিশের পিটুনীতে বেলাম্বু দাসী (৫৮) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যুর হয়েছে_এমন খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ জড়ো হলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পরে অতিরিক্ত দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে ঘটনায় ওসিসহ বেশ কয়েকজন পুলিশ গুরুতর আহত হয়েছে বলে দাবি পুলিশের।
ঘটনার বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন ও সার্কেল এএসপি শম্পা রানীর সরকারী মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও হলেও তারা ফোন রিসিভ করেন নি।
স্থানীয় কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী জানান তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। তিনি এক নারীর মৃত্যুর ঘটনা স্বীকার করেছেন তবে নিহত নারী কিভাবে মারা গেছে তা তিনি জানাতে পারেনি।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সংঘর্ষের ঘটনা স্বীকার করে বলেন, রুবেল একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে গেলে জেলেরা পুলিশের উপর হামলা চালায়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।