ভূজপুর স্টুডেন্টস ফোরাম
চবি’র কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল

চবি’র কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল

চট্টগ্রাম : চবি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভূজপুর থানার শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন ভূজপুর স্টুডেন্টস ফোরাম চবি’র বার্ষিক ইফতার মাহফিল ও কৃতিজন সম্মাননা অনুষ্ঠান মঙ্গলবার (২১ মে) বিকাল ৪টায় নগরীর মুরাদপুরস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি রব্বানী বোরহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম কার্দির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট হালদা গবেষক প্রফেসর ডঃ মঞ্জুরুল কিবরিয়া।

আরো পড়ুন : ওয়াসার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, আটক ১
আরো পড়ুন : ফেনীতে ২ ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর রাজীব নন্দী, ডুসাফের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর তপু, ফোরামের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হামিদ সোহেল, উপদেষ্টা সদস্য বাবলু বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক মোঃ মহিউদ্দিন, রাজনীতিবিদ মোঃ গিয়াস উদ্দীন, সাবেক সভাপতি রাহাত আলম চৌধুরী, ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

ফোরামের পক্ষ থেকে ফটিকছড়ি ভূজপুরের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত চার জন কৃতি ব্যাক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়'র নব নিযুক্ত প্রভাষক জনাব রাতুল কুমার শীল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের নব নিযুক্ত প্রভাষক মুহাম্মদ রাশেদুল ইসলাম, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগপ্রাপ্ত ফোরামের সাবেক সভাপতি জনি দে প্রধান অতিথি প্রফেসর ডঃ মঞ্জুরুল কিবরিয়া স্যারের নিকট হতে সম্মাননা স্মারক গ্রহণ করেন।