টেকনাফে জেলে পরিবারের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
কক্সবাজার : জেলার টেকনাফে সরকার কর্তৃক দীর্ঘ ৬৫ দিনের মৎস্য আহরনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে সম্মিলিত জেলে পরিবার।
বুধবার (২৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত মানব বন্ধনশেষে উপকুলীয় জেলে সমাজ ও নৌকা সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বলে নিশ্চিত করেছেন ইউএনও রবিউল হাসান। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে প্রধান অথিতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নূরুল আলম বলেন, টেকনাফ সমুদ্র নির্ভর একটি জনপদ। জেলে পেশার সাথে জড়িত রয়েছে অন্তত ৪০ হাজার লোক।মূলত এসব জেলেদের জীবন জিবীকার একমাত্র উৎস সমুদ্র ও নদীতে মৎস্য আহরন।এমনিতে ২বছরধরে নাফনদীতে মৎস্য আহরনে নিষেধাজ্ঞায় জেলে পরিবার গুলোর দূর্ভোগের সীমা নেই। তার উপরে আবারো সরকার কর্তৃক ৬৫ দিন মৎস্য আহরনের উপর নিষেধাজ্ঞা এসব প্রান্তিক জেলে পরিবারগুলোর জীবন অচল করে দিয়েছে। তাই অনতি বিলম্বে সরকারের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার অনুরোধ জানানো হয়।
বক্তারা আরো বলেন, সরকারের সিদ্ধান্তের পর থেকে আমাদের জেলে পরিবার গুলো অর্ধাহারে অনাহারে দিন যাচ্ছে।আমাদের সন্তানদের পড়া শোনা বন্ধ হয়ে যাওয়ার পথে।অপরদিকে ঋনের বোঝায় জর্জরিত হয়ে এবারে মৃত্যু ছাড়া কোন পথ খোলা নেই।তাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দুঃখ দুর্দশা অমলে নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মানবিক অবেদন জানাচ্ছি।
এব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান স্বারক লিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।শিগ্রই সেটি উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে।তিনি আরো বলেন,নিষেধাজ্ঞা বলবৎ থাকা পর্যন্ত তালিকা ভূক্ত জেলেদের সরকার কর্তৃক বিশেষ কর্মসূচীর আওতায় আনা হয়েছে।
কক্সবাজার : জেলার টেকনাফে সরকার কর্তৃক দীর্ঘ ৬৫ দিনের মৎস্য আহরনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে সম্মিলিত জেলে পরিবার।
বুধবার (২৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত মানব বন্ধনশেষে উপকুলীয় জেলে সমাজ ও নৌকা সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বলে নিশ্চিত করেছেন ইউএনও রবিউল হাসান। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে প্রধান অথিতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নূরুল আলম বলেন, টেকনাফ সমুদ্র নির্ভর একটি জনপদ। জেলে পেশার সাথে জড়িত রয়েছে অন্তত ৪০ হাজার লোক।মূলত এসব জেলেদের জীবন জিবীকার একমাত্র উৎস সমুদ্র ও নদীতে মৎস্য আহরন।এমনিতে ২বছরধরে নাফনদীতে মৎস্য আহরনে নিষেধাজ্ঞায় জেলে পরিবার গুলোর দূর্ভোগের সীমা নেই। তার উপরে আবারো সরকার কর্তৃক ৬৫ দিন মৎস্য আহরনের উপর নিষেধাজ্ঞা এসব প্রান্তিক জেলে পরিবারগুলোর জীবন অচল করে দিয়েছে। তাই অনতি বিলম্বে সরকারের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার অনুরোধ জানানো হয়।
বক্তারা আরো বলেন, সরকারের সিদ্ধান্তের পর থেকে আমাদের জেলে পরিবার গুলো অর্ধাহারে অনাহারে দিন যাচ্ছে।আমাদের সন্তানদের পড়া শোনা বন্ধ হয়ে যাওয়ার পথে।অপরদিকে ঋনের বোঝায় জর্জরিত হয়ে এবারে মৃত্যু ছাড়া কোন পথ খোলা নেই।তাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দুঃখ দুর্দশা অমলে নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মানবিক অবেদন জানাচ্ছি।
এব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান স্বারক লিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।শিগ্রই সেটি উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে।তিনি আরো বলেন,নিষেধাজ্ঞা বলবৎ থাকা পর্যন্ত তালিকা ভূক্ত জেলেদের সরকার কর্তৃক বিশেষ কর্মসূচীর আওতায় আনা হয়েছে।