পলিটিক্যাল থ্রিলার ‘পাফ ড্যাডি’ সিরিজে পরীমনি

নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল প্রথমবারের মতো নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’।পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজে অভিনয় করছেন পরীমনি এবং মূল ভুমিকায় আছেন আজাদ আবুল কালাম।

১০ পর্বের এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করবেন আজাদ আবুল কালাম। আর পরীমনিকে দেখা যাবে ‘টিনা’ নামের এক চিত্রনায়িকার চরিত্রে। এছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, সজল, মৌটুসী বিশ্বাস, পীযুষ বন্দোপাধ্যায় প্রমুখ।

আরো পড়ুন : শেখ হাসিনার অভিনন্দন নরেন্দ্র মোদিকে
আরো পড়ুন : দুর্নীতি বন্ধ না হলে সরকারের উন্নয়নের সুফল পাবে না জনগণ

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানান, ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের গল্প পলিটিক্যাল থ্রিলার ধাঁচের। এখানে রাজনীতি আছে প্রচ্ছন্নভাবে। গল্পের পরতে পরতে রাজনৈতিক ক্ষমতা, প্রভাবসহ দর্শককে আকৃষ্ট করার উপাদান রয়েছে। ‘পাফ ড্যাডি’ নির্মিত হবে ১০ পর্বে। তবে কোন প্ল্যাটফর্মে এটি দেখা যাবে, সেটা এখনও জানাননি নির্মাতা। বঙ্গবিডি সিরিজটি প্রযোজনা করছে।

শেয়ার করুন