প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা
প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

পিটিআই অডিটরিয়ামে আয়োজিত “প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন” বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।

চট্টগ্রাম : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড হলেও জাতির মেরুদন্ড প্রাথমিক শিক্ষা। যখন দেশের মানুষ ঠিকমত খাবার পায়নি ঠিক তখনই বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার উদ্যোগ নেন। ১৯৭৩ সালে যুদ্ধ বিধ্বস্ত দেশে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশবিরোধী পরাজিত চক্র জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। আজ তাঁরই সুযোগ্য কন্যা চার বারের মাননীয়
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এদেশের গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

আরো পড়ুন : ঈদ উপহার হাতে প্রতিবন্ধী ও এতিমদের পাশে মম
আরো পড়ুন : চকবাজারে অভিযান : ১০ কোটি টাকার নকল কসমেটিক্স জব্দ

রোববার (২৬ মে) সকাল ১১টায় নগরীর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত “প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন” বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একযোগে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধিসহ সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করেছেন। আগামীতে প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টেরের পরিবর্তে বিদ্যালয়গুলোতে উন্নতমানের স্মার্ট টিভি ও স্মার্ট মোবাইল ফোন দেয়ার চিন্তা ভাবনা রয়েছে সরকারের। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে হলে বিদ্যালয়ে মানসম্মত পড়ালেখার বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার ভিত আরো মজবুত
করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষা কর্মকর্তা কর্তৃক নিয়মিত স্কুল ভিজিট, মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, হোম ভিজিট ও মানসম্মত পাঠদানে শিক্ষকদেরকে আন্তরিক হতে হবে। আমরা সকলে মিলে জাতির পিতার আদর্শ বাস্তবায়নসহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনামতে কাজ করলে প্রাথমিক শিক্ষার মান আরো অনেক দূর এগিয়ে যাবে।

প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. সুলতান মিয়ার সভাপতিত্বে ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক রাশেদা বেগম, চট্টগ্রাম পিটিআই সুপার আলহাজ্ব কামরুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম (নোয়াখালী), আনোয়ার হোসেন ছিদ্দিকী (কুমিল্লা), ফাতেমা মেহের ইয়াসমিন (খাগড়াছড়ি), শফিউল ইসলাম (কক্সবাজার), মো. খোরশেদ আলম (রাঙামাটি), সুব্রত কুমার বণিক (ব্রাহ্মণবাড়িয়া), আবু জাফর মো. সালেহ (লক্ষ্মীপুর) সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমদ (ফেনী), থানা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন (রাউজান), পিটিআই ইনস্ট্রাক্টর আবদুল বাতেন (চট্টগ্রাম), পিটিআই ইনস্ট্রাক্টর জাকির হোসেন (চট্টগ্রাম), সহকারী থানা শিক্ষা অফিসার সখিনা বেগম (চান্দগাঁও), আশীষ কুমার আচার্য (আনোয়ারা), নিজাম উদ্দিন (রাঙ্গুনিয়া), হাসানুল কবির (ফটিকছড়ি), আশরাফুল আলম সিরাজী (হাটহাজারী) প্রমুখ। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই ইনস্ট্রাক্টর, থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন