দুই সন্তান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী পিতার

দুই সন্তান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী পিতার

এম লুৎফর রহমান (নরসিংদী) : শহরের কাউরিয়াপাড়ার নতুন লঞ্চঘাটের টয়লেটে নিজের দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন বাবা শফিকুল ইসলাম।

রোববার (২৬ মে) বিকেলে নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিদুর রহমানের আদালতে জবানবন্দী দেন তিনি। এর আগে শনিবার (২৫ মে) বিকেলে দুই শিশু হত্যার ঘটনায় তাদের মা আফিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে নরসিংদী সদর মডেল থানায় দায়ের মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউসুফ আলী জানান, জিজ্ঞাসাবাদের সময় শফিকুল ইসলাম দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার স্বীকারোক্তি দিয়েছিল। তাই তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। দুই মেয়েকে হত্যার দায় স্বীকার করে সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।

আরো পড়ুন : নুসরাত হত্যা : ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আরো পড়ুন : টেকনাফে দুই মাদক সম্রাজ্ঞী আটক, সিন্ডিকেটের অপর ১০ সদস্য অধরা!

উল্লেখ্য, শুক্রবার (২৪ মে) রাত ৮টার দিকে লঞ্চঘাটের টয়লেটের ভিতর থেকে নুসরাত জাহান তাইন (১০) ও তানিশা তাইয়েবা (৪) নামের দুই বোনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারা মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের পূর্ব চালাকচর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।