ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সম্মানীভাতা বাড়ছে

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন জানিয়েছেন, দেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সম্মানীভাতা কয়েকগুন বাড়ছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা পরিষদের উদ্যোগে জেলার সব উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, বর্তমানে ইউপি চেয়ারম্যানদের ভাতা তিন হাজার ছয়শ’ টাকা থেকে বেড়ে হচ্ছে ২৫ হাজার টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে সাড়ে ১২ হাজার এবং স্ব স্ব ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে পাবেন আরও সাড়ে ১২ হাজার টাকা।

তিনি বলেন, এছাড়া ইউপি সদস্যরা দেড় হাজার টাকার পরিবর্তে পাবেন ১৫ হাজার টাকা। যার মধ্যে সরকার দেবে সাত হাজার আর ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে আট হাজার টাকা।

খন্দকার মোশারফ হোসেন নাগরপুরকে পৌরসভা ঘোষণা এবং টাঙ্গাইল পৌরসভাকে সিটি কর্পোরেশনে রুপান্তরিত করার আশ্বাস দেন।

টাঙ্গাইল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য খন্দকার শফিউদ্দিন মনি, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা প্রমুখ।

শেয়ার করুন