রামুর বাঁকখালী নদীতে প্রবাসীসহ নিখোঁজ ২

রামুর বাঁকখালী নদীতে প্রবাসীসহ নিখোঁজ ২
রামুর বাঁকখালী নদীতে প্রবাসীসহ নিখোঁজ ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামু উপজেলার মিঠাছড়িঘাট এলাকায় বাঁকখালী নদীতে গরু পারাপার করতে গিয়ে স্কুলছাত্র ও প্রবাসী নিখোঁজ হয়েছে।

বুধবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া প্রবাসীর নাম আমির হোসাইন (২৫)। অপরজন মোঃ সাহেদ(১৫)। সে মিঠাছড়ি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। তাদের বাড়ি রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে।

আরো পড়ুন : ক্রেতা সেজে চুরির পেশায় সক্রিয় চক্রের নারিসহ ৫ সদস্য আটক চট্টগ্রামে
আরো পড়ুন : পাহাড়ি ঢলে ভেসে আসা চিত্রা হরিণ ধরে বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর বাঁকখালী নদীতে দুজন নিখোঁজের খবর পেয়েছেন বলে জানিয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সায়েদ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তারা বাঁকখালী নদী দিয়ে গরু পার করছিল। নদীর তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পর পরেই দুজন ডুবে যেতে থাকে। এসময় তারা একে অপর ধরে রাখার চেষ্টা করলেও পারেনি। এরপর পরেই ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে অভিযানে নেমেছে বলে খবর পাওয়া গেছে।