উইন্ডিজের দুর্দান্ত শুরু, লজ্জার হার পাকিস্তানের

সংগৃহীত ছবি

তিক্ত অভিজ্ঞতা ছিল টানা দশ ম্যাচ হারের। এরপরও ‘শানিত’ পাকিস্তানের বিশ্বকাপের মাঠে আরও একটা লজ্জার অভিজ্ঞতা সঞ্চয় হলো। ১২তম বিশ্বকাপের আসরে নিজেদের প্রথম ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট হয় সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি। সহজ এই টার্গেটের লক্ষ্যে মাঠে নেমে ১৩ ওভার চার বলেই ১০৭ রানে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নামেন উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল এবং শাই হোপ। দলীয় স্কোরের ৩৬ রানের মাথায় চার ওভার তিন বলে মোহাম্মাদ আমিরের বলে মোহাম্মদ হাফিজের কাছে ক্যাচ আউট হন শাই হোপ। পরে দলের ৪৬ রানের মাথায় ডোয়েন ব্র্যাভো সেই মোহাম্মাদ আমিরের বলেই ক্যাচ আউট হন বাবর আজমের কাছে।

আরো পড়ুন : ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ডন হাজী সাইফুলসহ নিহত ২
আরো পড়ুন : বৃদ্ধাশ্রমে পূর্ণিমা

ক্রিজে থাকা ক্রিস গেইল ৩৩ বলে হাঁকান অর্ধশতক। ক্যারিবীয় দানবের ৬ চার ৩ ছক্কায় ৫০ রানের ইনিংসটি থামে আমিরকে উড়িয়ে মারতে গিয়ে শাদাব খানের তালুবন্দি হয়ে।

তবে আমিরের এই বোলিং তোপে খুব একটা উপকার হয়নি পাকিস্তানের। নিকোলাস পুরান (৩৪*) এবং শিমরন হেটমায়ারের (৭*) ব্যাটে চড়ে মাত্র ১৩.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উইন্ডিজ।

এর আগে, নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ১০৫ রানে অলআউট হয়ে চরম লজ্জার স্কোর করেছে পাকিস্তান। ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি। শুক্রবার ইংল্যান্ডের নটিংহামে টস হেরে ব্যাটিং নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারায় পাকিস্তান। দলীয় ৩৫ রানে দুই ওপেনার ইমাম-উল-হক এবং ফখর জামানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান।

অন্ধকার গুহায় নিমজ্জিত পাকিস্তানকে টেনে তোলার আগেই বিপদে পড়েন হারিস সোহেল। আন্দ্রে রাসেলের বলে উইকেটে পেছনে ক্যাচ তুলে দেন তিনি। আর ওশান থমাসের করা অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে কাট করতে গিয়ে শাই হোপের দুর্দান্ত ক্যাচে পরিনত হন বাবর আজম।

এরপর একে একে ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, মোহাম্মদ হাফিজরা সাজঘরে ফেরেন ব্যর্থতার পরিচয় দিয়ে। হাফিজের ব্যাটে আসে ২৪ বলে ১৬ রান। ১৯ ওভার ৩ বলে যখন ৯ উইকেট হারিয়ে এক’শ রানের আগে অল-আউটের ক্ষণ গণনা। তখন দুই ছয় আর এক চারে ১৮ রানের ইনিংস খেলে দলীয় এক’শ রান পার করেন ওহাব রিয়াজ। ২১ ওভার ৪ বলে ১০৫ রানেই শেষ পাকিস্তান। ক্যারিবীয়দের হয়ে ৪টি উইকেট নেন ওশান থমাস, ৩ উইকেট জেসন হোল্ডার, ২ উইকেট নেন আন্দ্রে রাসেল ও ১টি উইকেট নেন শেলডন কটরেল।

শেয়ার করুন