বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় ট্রাক চালককে ৬ বছরের কারাদন্ড

মিরসরাই এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে হত্যার দায়ে এক ট্রাক চালককে ৬ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। উক্ত ট্রাক চালকের নাম মোস্তাকিন হোসেন। দন্ডপ্রাপ্ত মোস্তাকিন নঁওগা জেলার সদর উপজেলার বাচাড়ী এলাকার নুর মোহাম্মদের ছেলে।

চালক মোস্তাকিন হোসেনকে পৃথক দুই ধারায় ৩ বছর করে ৬ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী মো. মামুনুর রশিদ জানান, মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার এ রায় দেন।

জানা যায়, ২০১৫ সালের ১১ অক্টোরব জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক উল্টে ৭ জন নিহত হয়।

যথাক্রমে নিহত ৭ জন হলেন- নওগাঁর আত্রাই উপজেলার সাইদুর (৪০), মো. আলম (৩০), মো. রুবেল (২৫), কালাম মিয়া (২৮) মনির উদ্দিন (৪৫), মো. টিপু (৩২) ও বগুড়ার মো. আজাদ (২৫)।

এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ২০১৮সালের ২৫ নভেম্বর ট্রাক চালক মোস্তাকিন হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

একই বছরের ২৩ ডিসেম্বর মোস্তাকিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক। মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

শেয়ার করুন