মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শনে চসিক মেয়র

মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। চসিক পরিচালিত এ হাসপাতালে তিনি ৩ ঘণ্টা অবস্থান করেন।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ,

স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী, মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়–য়া, হাসপাতালের ইনচার্জ ডা. আশীষ মুখার্জি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, ঝুলন কান্তি দাশ, নির্বাহী প্রকৌশলী অসীম বড়–য়া প্রমুখ।

আরো পড়ুন : ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে হামলায় ইন্ধনের অভিযোগ

মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরে প্রসূতি মা’দের পছন্দ মেমন মাতৃসদন হাসপাতাল। এ হাসপাতালকে নবরূপে সজ্জিত ও আধুনিকায়ন করে পূর্বেকার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য সকলের সমন্বিত প্রচেষ্টা দরকার।

তিনি বলেন, দরিদ্র ও সুবিধা বঞ্চিত নগরবাসীর চিকিৎসা সেবায় চিকিৎসকদের শতভাগ উজাড় করতে হবে। মানুষের অসহায় মূহুর্তে একজন ডাক্তারই পারেন মানুষের মুখে হাসি ফোটাতে।

একজন রোগীকে নিরাময় করে পরিবার পরিজনকে স্বস্তি দেয়া- এর চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না। এটা অনেক বড় মানবতার কাজ।

শেয়ার করুন