ভুক্তভোগীদের পক্ষে সংবাদ সম্মেলন
ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে হামলায় ইন্ধনের অভিযোগ

সংবাদ সম্মেলনে ভূক্তভুগীদের পক্ষে বক্তব্য দেন শিরু আকতার

চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসেনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে এলাকার মসজিদ নিয়ন্ত্রণ ও প্রতিবাদকারীদের ওপর হামলায় ইন্ধনের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ মিথ্যে এবং উল্টো মুসল্লিদের ওপর হামলার অভিযোগ করেন ওয়াসার ডিএমডি গোলাম হোসেন।

বুধবার (১২ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবে এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলায় আহত ভূক্তভুগীদের পক্ষে বক্তব্য দেন শিরু আকতার।

শিরু আকতার তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম হোসেন প্রভাব খাটিয়ে ২০ বছর ধরে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের বড়ছিলোনীয়া হরিনাদিঘি বায়তুল নুর জামে মসজিদের সভাপতি পদ আঁকড়ে ধরে আছেন। অথচ মসজিদটি সামাজিক অনুদানে প্রতিষ্ঠিত।

এলাকারবাসীর আপত্তিতে ওই মসজিদের সাবেক ইমাম মাওলানা শামসুদ্দিনকে ৫ বছর আগে চাকরিচ্যূত করে মসজিদ কমিটি। কিন্তু গত ঈদের দিন ওই ইমামকে দিয়ে আবারও নামায পড়ানোর চেষ্টা করেন গোলাম হোসেন।

এতে এলাকাবাসী বাঁধা দিলে ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম হোসেনের লোকজন তাদের ওপর হামলা করে। এ ঘটনায় পরবর্তীতে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করে ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম হোসেন বলেন, অভিযোগ করীরাই ঈদের দিন মুসল্লিদের ওপর হামলা করেছে। এখন তারা মিথ্যে অভিযোগ করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হামলায় আহত মো. সাইমন, সিরাজুল ইসলাম, কামরুল হাসান মিন্টু, কামাল উদ্দিন, দিদারুল আলম, রাশেদ উদ্দিন, জাবেদ, মো. সাজ্জাদ, শিরু আক্তার, আলমনারা বেগম প্রমুখ।

শেয়ার করুন