
চট্টগ্রাম : পুলিশের বড় কর্তা কিংবা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দিত ওরা। এমন প্রলোভনে পরে বহু সাধারণ মানুষ নি:স্ব হয়েছে। এবার এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে ওই প্রতারক চক্রের দুই সদস্যকে। পলাতক রয়েছে দলের সজল ও খোরশেদ নামের অন্য দুই সদস্য।
শুক্রবার (২১ জুন) দুপুর পৌনে ২টার দিকে নগরীর চকবাজার এলাকার গুলজার টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরো পড়ুন : ঢাকায় আসছেন বান কি মুন
আটকরা হলেন হাটহাজারীর ভবানীপুরের চিরঞ্জিব দাশ প্রকাশ রঞ্জিব (৫৬) ও কুমিল্লার চণ্ডীপুরের দুলাল আহম্মেদ (৫৫)।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বলেন, আটকরা তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে একেক সময় একেক নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণা করে আসছিল। মো. সুজন (২২) নামে এক প্রতারিত ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে চকবাজার থানাধীন গুলজার টাওয়ারের সামনে থেকে দুই প্রতারককে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন : রামুতে এবার খাদ্য উৎপাদন দ্বিগুন হবে: এমপি কমল
গোয়েন্দা পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন জানান, দুলাল আহম্মেদ পুলিশের আর.ও শাহ আলম নামে প্রতারণার কথা স্বীকার করেছে। এই চক্রের সদস্য দেওয়ান বাজার এলাকার খোরশেদ (৪০) ও সজল (৩৫) সহ আরও কয়েকজন পলাতক রয়েছে। তারা এসআই, কনস্টেবল পদে এবং বিভিন্ন সরকারি অফিসে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছে।