অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক চট্টগ্রামে

অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক চট্টগ্রামে

চট্টগ্রাম : নগরীর কোতোয়ালী থানার সিআরবি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকের অস্ত্রসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি দেশিয় তৈরি লৌহার পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল এবং ২টি চাপাতি উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রায় দেড় ডজন মামলা রয়েছে।

আরো পড়ুন : শিক্ষার মান উন্নয়নে নিরলস কাজ করছে জননেত্রী শেখ হাসিনা
আরো পড়ুন : লিবিয়ায় অভিবাসী বন্দী শিবিরে বিমান হামলায় নিহত ৪০

সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীনের নির্দেশনায় একদল পুলিশ তাদের আটক করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিআরবি এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র, কার্তুজ ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে প্রায় দেড় ডজন মামলা চলমান রয়েছে।

আটকরা হলেন, কোতোয়ালী এলাকার আল করন ৩নং গলি (শেঠ বাড়ী) এলাকার মিন্টু মিয়ার ভাড়াটিয়া মৃত আব্দুল মালেক প্রকাশ বাদশা মিয়ার ছেলে মোঃ রবিউল ইসলাম প্রকাশ রুবেল প্রকাশ চাকমা রুবেল(২৮), কোতোয়ালী থানার চৈতন্য গলির জাফর সাহেবের ভাড়াটিয়া মৃত আলী আবছারের ছেলে মোঃ বেলাল হোসেন(২২), উত্তর নালা পাড়া (বাচুনির মার কলোনি), কামরুলের ভাড়াটিয়া মোঃ আলী হোসেনের ছেলে মোঃ দ্বীন ইসলাম(২৬), শুভপুর বাস ষ্ট্যান্ড এর পাশে, নাজমার ভাড়াটিয়া মোঃ আবুল বশরের ছেলে মোঃ সুমন প্রকাশ ফারুক প্রকাশ ভাগিনা ফারুক(২৫)।

গ্রেফতার সকল আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন