আঙুলের ছাপ নিয়ে সিম প্রতারণা : কক্সবাজারের মুন্না আটক

কক্সবাজারের মুন্না আটক

কক্সবাজার : রিকশা চালক ও ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষদেরকে কম দামে সিম দেবেন_এমন আশ্বাস দিয়ে আঙুলের ছাপ নিতেন কক্সবাজারের এক ব্যক্তি। কিন্তু দিন, সপ্তাহ ও মাস পেরিয়ে গেলেও সিম পেতো না ওইসব মানুষজন। অবশেষে মুক্তার আহমেদ মুন্না (২৭) নামের ওই প্রতারককে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।

সোমবার (১ জুলাই) রাতে নগরের বটতলী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন : ফেসবুক-ইউটিউবে নিয়ন্ত্রণ সেপ্টেম্বরে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

মুন্না কক্সবাজার রামু থানার সিরাজুল হকের ছেলে। নগরের পোর্ট সিটি ইউনিভার্সিটি থেকে তিনি পড়ালেখা করেছেন। কয়েক বছর রবির হয়ে কাজ করলেও ২০১৫ সালে তার চাকরি চলে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না পুলিশকে জানিয়েছে, নিম্ন আয়ের মানুষজন থেকে আঙুলের ছাপ নিয়ে সিম তোলে বেশি দাম দিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিতেন।

মুন্নার সঙ্গে কোনো বিপদগামী কারও যোগাযোগ আছে কি-না জানতে আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাইবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ের পুলিশের ওসি মোস্তাফিজ ভূঁইয়া। তিনি বলেন, তাকে আদালতে তোলে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।