মুস্তাফিজ ছাড়িয়ে গেলেন ওয়াকার-ব্রেট লিদের 

ওয়ানডেতে পঞ্চম বোলার হিসেবে দ্রুততম সময় উইকেটের সেঞ্চুরি করলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
ওয়ানডেতে পঞ্চম বোলার হিসেবে দ্রুততম সময় উইকেটের সেঞ্চুরি করলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি করলেন । মুস্তাফিজুর রহমান পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট নিয়ে এ মাইলফলকে পা রাখলেন।

ওয়ানডেতে পঞ্চম বোলার হিসেবে দ্রুততম সময় উইকেটের সেঞ্চুরি করলেন মুস্তাফিজ। টাইগার পেসার আজ ছাড়িয়ে গেলেন ওয়াকার ইউনিুস-ব্রেট লি-ডেনিশ লিলি-শোয়েব আকতারদের মতো কিংবদন্তিদের।

আরো পড়ুন : সিভাসু সিন্ডিকেট অধিবেশনে সাড়ে ৪২ কোটি টাকার বাজেট অনুমোদন
আরো পড়ুন : শিক্ষকের গায়ে কেরোসিন দেয়ার ঘটনা উদ্বেগজনক

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। লর্ডসের এ ম্যাচে মাঠে নামার আগে মুস্তাফিজের উইকেট ছিল ৯৮টি। ইমাম উল হককে হিট উইকেট ও হারিস সোহেলকে সৌম্য সরকারের তালুবন্দি করে উইকেটে শতক করেন মুস্তাফিজ।

৫৫ তম ইনিংসে শততম উইকেট পেলেন বাঁহাতি এই পেসার। ওয়ানডেতে দ্রুততম একশ উইকেট শিকারের রেকর্ডটি আফগান লেগ স্পিনার রশিদ খানের দখলে। মাত্র ৪৪ ম্যাচে শততম নেন তিনি। রশিদ ভেঙেছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের রেকর্ড। ১০০ উইকেট নিতে স্টার্ক খেলেন ৫২ ম্যাচ।

তালিকার তৃতীয় ও চতুর্থ রয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুসতাক ও নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। মাকলায়েন ৫৩ ও বন্ড ৫৪ ওয়ানডে খেলে এই মাইলফলকে পা রাখেন তিনি। মুস্তাফিজ আজ পেছনে ফেললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি। ৫৫তম ইনিংসে ১০০ উইকেট নেন তিনি।

মুস্তাফিজের আগে বাংলাদেশের পাঁচজন বোলার ওয়ানডেতে একশ উইকেট নিয়েছেন। কাটার মাস্টারের আগে মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান ও রুবেল হোসেন শততম উইকেট নিয়েছেন।

শেয়ার করুন