
চট্টগ্রাম : মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) রাত পৌণে ১১টার দিকে চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন : প্রকল্প বাস্তবায়নে পাহাড়ি-বাঙ্গালী বৈষম্যের প্রতিবাদ পিবিসিপির
আরো পড়ুন : চট্টগ্রাম থেকে নিখোঁজ কলেজ ছাত্রী তাছমিনা
এইদিকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মোঃ সিরাজ উল্লাহকে পুলিশ গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, গাজী সিরাজ বর্তমান ভোটারবিহীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ভয়কাতুরে সরকার বিএনপি’র একজন সাধারন কর্মীকেও ভয় করে। এভাবে নেতা-কর্মীদের গ্রেফতার এবং নির্যাতন নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবেনা।
গাজী সিরাজকে গ্রেফতারের ঘটনা বর্তমান সরকারের ধারাবাহিক অপশাসনেরই অংশ। তিনি অবিলম্বে গাজী মোঃ সিরাজ উল্লাহর বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও সাজানো মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তির জোর দাবি করেন।