দুদকের মামলা এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার করে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১০ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন : নতুন গ্যাস সংযোগ এবং প্রিপেইড মিটারের দাবিতে স্মারকলিপি সুজনের
আরো পড়ুন : নিখোঁজ নয়, প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া নিশু উদ্ধার ঢাকায়

এস কে সিনহা ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, নিরঞ্জন চন্দ্র সাহা, রণজিৎ চন্দ্র সাহা ও তাঁর স্ত্রী সান্ত্রী রায়।

এর আগে এস কে সিনহার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। ফারমার্স ব্যাংক (নাম পরিবর্তিত হয়ে বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার অ্যাকাউন্টে চার কোটি টাকা জমা হওয়ার বিষয়টি তদন্ত করতে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমসহ ছয় কর্মকর্তাকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শেয়ার করুন