পাহাড় থেকে পরে উপজাতি নারী নিহত, পার্বত্যমন্ত্রীর অনুদান

পাহাড় থেকে পরে উপজাতীয় নারি নিহত, পার্বত্যমন্ত্রীর অনুদান

বান্দরবান : পাহাড়ের বাগান থেকে কলার বোচি (থোর) আনতে গিয়ে পাহাড় থেকে পরে এক উপজাতি নারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তার নাম মাইচিং চাক (৩০)।

উপজাতী মহিলার লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে ইউএনও, উপজেলা চেয়ারম্যানসহ পাড়ায় পৌঁছে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপিকে ঘটনা অবগত করলে মন্ত্রী তাৎক্ষণিক নিহত পরিবারেরর জন্য পাঁচ হাজার টাকা পৌঁছে দেন এবং আমার মাধ্যমে নিহত পরিবারকে বুঝিয়ে দেয়া হয়।

আরো পড়ুন : ফেসবুকে ‘মাথা কাটার’ গুজব ছড়ানোর অভিযোগে ২জন আটক
আরো পড়ুন : কলেজছাত্রকে অজ্ঞান করে অপহরণ, গ্রেফতার ২

স্থানীয় সূত্র জানান, গত বুধবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে মাইচিং চাক নিজস্ব বাগানে কলার বোছা (তুর) আনতে বাগান পাহাড়ে যান। বিকেলে মাইচিং ঘরে ফিরে না আসায় এলাকার লোকজন খুঁজতে বের হয়ে বাগানে খোঁজাখুঁজি করে বৃষ্টি আর অন্ধকার হয়ে আসাতে সবাই হতাশ হয়ে এলাকায় ফিরে আসে। বৃহস্পতিবার ভোরে পূনঃরায় বাগানে খোঁজাখুঁজি করে বাগান পাহাড়ের অনুমানিক ত্রিশ ফুট নিচে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যসহ অন্যান্য স্থানীয়রা।