
কোনোভাবেই পল্লীবন্ধু এরশাদকে রাজধানীতে দাফন করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন রংপুরের নেতাকর্মীরা। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের লাশ দাফন রংপুরে পল্লী নিবাসের বাড়িতে করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি রংপুর শাখা। তাঁর পল্লী নিবাসের বাড়ির বাগানে কবর খুঁড়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। আজ সোমবার বিকেলে রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা কবর খোঁড়ার কাজ শুরু করেন।
আরো পড়ুন : কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হবে স্কুল-মাদ্রাসায়
আরো পড়ুন : সীতাকুণ্ডে রিক্সায় ওড়না প্যাঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু
নগরীর দর্শনা মোড়ে অবস্থিত এরশাদের বাড়ি পল্লী নিবাসে নেতাকর্মীদের নিয়ে বিকেলে কবর খোঁড়া শুরু করেন সিটি মেয়র। এ সময় মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা জানান, কাল জানাজা শেষে এখানেই সমাহিত করা হবে তাঁদের নেতা এরশাদকে।
রোববার পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। ওইদিনই দলের জ্যেষ্ঠ নেতারা সাবেক সেনাশাসককে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেন।
এ ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার বলেন, ‘রংপুর-রাজশাহী অঞ্চলের মানুষ তাদের আবেগ প্রকাশ করেছেন। তাদের প্রিয় নেতাকে (এইচ এম এরশাদ) তাদের কাছে রাখতে চাচ্ছেন। তাদের এই দাবির প্রতি আমি শতভাগ শ্রদ্ধা জানাই। কালকে আমরা চেয়ারম্যান সাহেবের লাশ নিয়ে রংপুর যাচ্ছি। সেখানে জানাজা হবে। নেতাদের সঙ্গে আমাদের কথা হবে, আলোচনা হবে। আমরাও তাদের বোঝানোর চেষ্টা করব, জাতীয় নেতাকে জাতীয় পর্যায়ে সম্মান করার জন্য। তা ছাড়া এরশাদ সাহেব জীবিত থাকাবস্থায় কোথায় দাফন হবে বিষয়টি তাঁর ছোট ভাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের ও তাঁর সহধর্মিনী রওশন এরশাদকে বলে গেছেন।’