মৎসজীবী দলের প্রস্তুতি সভায় ডাঃ শাহাদাত
রাষ্ট্রের সকল ক্ষেত্রে নৈরাজ্য চলছে

নগর মৎসজীবী দলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন মহানগর বিএনপি সভাপতি ডাঃ শাহাদাত হোসেন।

চট্টগ্রাম : মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সংসদ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি। আওয়ামীলী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল জবরদস্তি নিজেদের পক্ষে
নিয়েছে। সেই কারণে জনগণের কাছে কোন প্রতিষ্ঠানের জবাবদিহিতার কোন সুযোগ নেই। রাষ্ট্রের সকল ক্ষেত্রে নৈরাজ্য চলছে। বিচার বিভাগও এর প্রভাব থেকে মুক্ত নয়।

আরো পড়ুন : মামলা তুলে নিতে সহকারি শিক্ষিকাকে হুমকি প্রধান শিক্ষকের
আরো পড়ুন : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বুধবার (১৭ জুলাই) বিকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে নগর মৎসজীবী দল আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এত তিনি আরো বলেন, পাবনার ইশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলের নেতার ট্রেনের ওপর হামলা সংক্রান্ত মামলায় নিম্ন আদালতে যে রায় দিয়েছে তা নজিরবিহীন। কোন প্রকার হতাহতের ঘটনা ছাড়া সরকারের নির্দেশে বিএনপির ৯ জনকে মৃত্যুদন্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের শাস্তি প্রদান করে।

তিনি বলেন, একই কায়দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারান্তরিন করে রেখেছে। বেগম জিয়াকে বন্দি রেখে সরকার নিজেদের ক্ষমতা নিরাপদ রাখতে চায়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা সরকারের সে স্বপ্ন পূরণ
হতে দেবে না। আগামী ২০ তারিখের বেগম জিয়ার মুক্তির সমাবেশে মৎসজীবী দলের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতির মাধ্যামে সরকারের সকল অনৈতিক কার্মের দাঁতভাঙ্গা জবাব দেবে।

প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিঃ সহ সভাপতি আবু সুফিয়ান।

চট্টগ্রাম মহানগর মৎস্যজীবি দলের আহবায়ক হাজী নুরুল হকের সভাপতিত্বে এবং সদস্যসচিব এডভোকেট মুহাম্মদ আবদুল আজিজের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মৎস্যজীবি দল নেতা মোহাম্মদ মিয়া, মোঃ জাফর, তৈয়ব
চৌং, মাষ্টার জসিম উদ্দীন, ইকরাম বিল্লাহ,মোঃ নুরুদ্দীন, মোঃ সেলিম, আলাউদ্দিন, হাফেজ আনোয়ারুল আজিম, মোঃ খালেদ, নুরুল আবছার, মো. নয়ন, মনজুর আলম, মাহফুজ চৌং, মো. রুবেল, মো. আকবর প্রমুখ।

শেয়ার করুন