হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রকে ২০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম : তরল বর্জ্য ফেলে প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় হালদা নদী দূষণের দায়ে হাটহাজারী ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ২০ লাখ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করেছে পরিবেশ অধিদফতর। একই সঙ্গে ইটিপি স্থাপন না করা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের আদেশও দিয়েছে পরিবেশ অধিদফতর।

বুধবার (১৭ জুলাই) শুনানিশেষে এ আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, বুধবার শুনানিশেষে ইটিপি স্থাপন না করে ও বর্জ্য ফেলে প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় হালদা নদী দূষণের দায়ে হাটহাজারী ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। ইটিপি স্থাপন না করা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের আদেশও দেওয়া হয়েছে।

এর আগে গত ৮ জুলাই পরিদর্শন করে পরিবেশ দূষণের প্রমাণ পায় পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের একটি টিম। পরে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানিতে হাজির হওয়ার জন্য হাটহাজারী ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার বরাবর নোটিশ ইস্যু করা হয়।