৫৭ ধারার মামলায় জামিন আবেদন ‘গ্রহণ করা-না করার’ ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

তথ্য প্রযুক্তি আইনের মামলায় এক আসামির জামিনের আবেদন শুনানির জন্য গ্রহণ করা এবং না করার ঘটনায় দুই বিচারকের কাছে ব্যাখ্যা চেয়েছে হাই কোর্ট। আগামী ২২ মার্চের মধ্যে তাদেরকে লিখিতভাবে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর হাই কোর্ট বেঞ্চ সোমবার (১৩ মার্চ) স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।

তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় দায়ের করা একটি মামলার আসামির জামিন আবেদনের শুনানিকালে বিষয়টি আদালতের নজরে আসে। তখন আদালত এ আদেশের পাশাপাশি ওই আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করে।

আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী আমিমুল এহসান জুবায়ের। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

মামলার বিবরণ থেকে জানা যায়, ফেইসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর মাগুরা জেলার মোহাম্মপুর থানার আহমেদ সবুজ নামে এক যুবকের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে ওই মামলা দায়ের করা হয়।

মামলার পর আসামি সবুজ মাগুরার ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে। পরে তিনি জামিনের জন্য মাগুরার জেলা ও দায়রা জজ আদালতে গেলে ওই বছরের ১৭ নভেম্বর ওই আবেদনের শুনানি নিতে অস্বীকৃতি জানায় ওই আদালত।

এরপর ঢাকার সাইবার অপরাধ ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন সবুজ। ২০১৭ সালের ২৬ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনালের বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেয়।

এ আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন আহমেদ সবুজ। হাই কোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে এই ব্যাখ্যা তলব করল।

শেয়ার করুন