
চট্টগ্রাম : কোতোয়ালী থানাধীন আসাদগঞ্জ এলাকার ভাড়া বাসা মহাম্মদীয় ম্যানসনের তৃতীয় তলায় স্বামীর সাথে রাগ করে এক গৃহবধু আত্নহত্যা করেছেন।
নিহতের নাম নূপুর বর্মন (২০)। নূপুর অরবিন্দ বর্মনের স্ত্রী। তাদের নিজ বাড়ি ঢাকার জিঞ্জিরা এলাকায়।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন: হস্ত ও কুটির শিল্প মেলা পরিদর্শনে খোরশেদ আরা হক
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, পরনের শাড়ি গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি, স্বামীর সঙ্গে রাগ করে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের আত্মীয়-স্বজনের অভিযোগের ভিত্তিতে জড়িত ওই স্বামীকে আইনের আওতায় আনা হবে বলে জানান।