স্মরণ সভায় প্রফেসর ড. মোহাম্মদ শাহ্ আলম
ডা. ফজলুল আমীন ছিলেন অসহায় ও দু:স্থ মানুষের আশ্রয়স্থল

চট্টগ্রাম :

চট্টগ্রাম : সাবেক মন্ত্রী আফসারুল আমীনের পিতা মরহুম ডা. ফজলুল আমীন ছিলেন একজন সমাজসেবকের প্রতিচ্ছবি। আর্তমানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন। গরীব ও অসহায় রোগীদের তিনি ছিলেন আশ্রয়স্থল।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় দক্ষিণ কাট্টলী ডা. ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজ মিলনায়তনে ডা. ফজলুল আমীন-এর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম এসব কথা বলেন।

তিনি বলেন, প্রথিতযশা চিকিৎসক, সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. ফজলুল আমীন গরীব রোগীদের থেকে কোন ফিস নিতেন না। প্রয়োজনে ঔষধপত্রও দিতেন। গরীরের বন্ধু হিসেবে পরিচিত ডা. ফজলুল আমীন সেবা ধর্মকে নিজের জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছিলেন। মানুষের সেবার মধ্যেই ছিল তার সুখ-শান্তি । প্রতিদান হিসেবে তিনি পেয়েছেন মানুষের ভালবাসা, স্বীকৃত হয়েছেন মানববন্ধু হিসেবে।

এলাকায় উচ্চ শিক্ষার প্রসারে তিনি কাজ করেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে দক্ষিণ কাট্টলীতে প্রতিষ্ঠিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান। ডা. ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজ তাঁরই অক্লান্ত পরিশ্রম ও অসামান্য অবদানের পরিচয় বহন করে চলেছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন বি.এম.এ’র নির্বাচিত কোষাধ্যক্ষ কলেজ গভর্ণিং বডির প্রতিষ্ঠাতা সদস্য ডা. মো. আরিফুল আমিন। সভায় বক্তব্য রাখেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, গভর্ণিং বডির সদস্য ইউসুফ তালুকদার, মুজিবুল আলম চৌধুরী, মো. রফিক, কান্ত লাল দাশ, কলেজ বাস্তবায়ন পরিষদের সদস্য আলহাজ্ব মো. জামাল উদ্দিন, উপাধ্যক্ষ স্বপন কুমার নাথ, অধ্যাপক আবুল কালাম মোহাম্মদ সামশুদ্দিন, অধ্যাপক মনোজ কুমার দেব, প্রাক্তন ছাত্র মো. আশফাক, বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে মো. আরমান হোসেন ইমু, কেয়া রায় প্রমুখ।

মরহুমের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজের প্রাক্তন তিন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন-প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহানাজ পারভীন সিথী, ফয়’স লেক চক্ষু হাসপাতালের সিনিয়র এসিসটেন্ট সার্জন ডা. কাজী তাহমিনা আক্তার এবং র‌্যাব হেড কোয়ার্টার, ঢাকার পুলিশ পরিদর্শক সরওয়ার মোহাম্মদ পারভেজ।
এর আগে ১০ মার্চ সকাল ৯টায় মরহুমের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শেয়ার করুন