চসিকের ভ্রাম্যমাণ আদালতে ২৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে অভিযান চালিয়ে ট্রেড লাইন্সেস ও নবায়ন না থাকায় ২৪টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ মার্চ) নগরীর কোতায়ালি থানার নূপুর মার্কেট, প্রফেসর মার্কেট, বন্দর বিতান মার্কেট, জলসা মার্কেট, নিউ সুপার মার্কেট, তামাকুমণ্ডি লেনে এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার।

অভিযানে ট্রেড লাইসেন্স ও নবায়ন না থাকায় হারুন টেলিকম, আরএসএম, পিএম টেলিকম, মেসার্স ফার্মেসি , শাড়ির দোকান, আল মুরাদ ক্রোকারিজ, খাজা কালেকশন, ইয়েস বস, মেসার্স আল হেরা ক্লথ স্টোর, ফ্যাশন ভাণ্ডার, ওয়ার্ল্ড ফ্যাশন, এইচএন্ড ব্রাদার্স, এ রহমান লেটার হাউস, চিটাগাং কসমেটিকস, মেসার্স হালিমা বেডিং, আম্মান চশমা বিতান, অল ওয়েল কসমেটিকস, এও অপটিক্যাল এবং ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশের দায়ে জমজম হোটেলকে জরিমানা করা হয়।

শেয়ার করুন