
চট্টগ্রাম : নগরীর হালিশহরে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন স্পেন ফেরত এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম আনোয়ার হোসেন (৩৮)। তবে কর্তৃপক্ষের দাবী শুক্রবার মধ্যরাতে ডায়রিয়া আক্রান্ত হওয়ায় তাকে জিইসি মোড়ের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে আনোয়ার মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে হালিশহর আবাসিক এলাকার এইচ ব্লকের এক নম্বর সড়কে ‘সেভার আলোর পথ’ নামের মাদক নিরাময় কেন্দ্রটিতে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন : চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়া গৌরবের : চেম্বার সভাপতি
আরো পড়ুন : বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা বিশ্বের কাছে দৃষ্টান্ত : মার্কিন রাষ্ট্রদূত
নিহতের স্বজনরা জানান, শুক্রবার মধ্যরাতে ‘সেভার আলোর পথ’ নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে পরিবারকে জানানো হয়, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় আনোয়ারকে জিইসি মোড়ের বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে নেয়া হয়েছে। এরপর সেখানে আমরা গিয়ে দেখি আনোয়ার মারা গেছে। এ অবস্থায় লাশ রেখে পালিয়ে যায় ‘সেভার আলোর পথ’ কেন্দ্রের সদস্যরা।
জানা গেছে, আনোয়ার হোসেন এক সময় স্পেনে থাকলেও ৪-৫ বছর আগে দেশে ফিরে আসেন। তিনি রাঙামাটি সদরের রিজার্ভ বাজার এলাকার স্থায়ী বাসিন্দা হাজী নজু মিয়ার ছেলে। আনোয়ারের পরিবারের সদস্যরা নগরের খুলশী ও মেহেদীবাগ এলাকায় নিজেদের বাসায় থাকেন।
‘আমরা জেনেছি, সেভার আলোর পথ- এর পরিচালনার সাথে যুক্ত ডা. মুরাদ মেট্রোপলিটন হাসপাতালেও রোগী দেখেন। এরপরও মেট্রোপলিটন হাসপাতালের একজন চিকিৎসক হঠাৎ বলে ফেলেছেন, আনোয়ার অন্তত ৫ ঘন্টা আগে মারা গেছেন। তবে মেট্রোপলিটন হাসপাতালের পক্ষ থেকে পরে বলা হচ্ছে, সেখানে নেয়ার আধা ঘন্টা আগে মারা গেছেন। প্রকৃত সত্য হচ্ছে কেন্দ্রের লোকজন তাকে হত্যা করে মেডিকেল সেন্টারে নিয়ে গেছে।’
নিহতের স্বজনরা বলেন, মৃত্যুর কারণ বলা হচ্ছে, ডায়রিয়া। কিন্তু মরদেহ আমি পুরো ভিডিও করেছি, শরীরের বিভিন্ন স্থানে, হাতে আঘাতের দাগ আছে। কপালে জখম আছে। পরিচিত একজন চিকিৎসকের সাথে কথা বলে জেনেছি, কোন একজনকে যদি শ্বাসরোধে, অত্যাচার করে মেরে ফেলা হয়, তখন তার বীর্য বের হয়। এখন আনোয়ারের পায়ুপথ দিয়ে প্রচুর বীর্য বের হয়েছে। এটা আমি ভিডিও করে রেখেছি।
এদিকে খবর পেয়ে রাতে মেট্রোপলিটন হাসপাতালে যায় চকবাজার থানা পুলিশের একটি দল।এরপর হালিশহর থানার পুলিশ নিয়ে নিরাময় কেন্দ্রে যান আনোয়ারের পরিবারের সদস্যরা।
মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান জানান, আনোয়ার এক সময় স্পেনে ছিলেন। ৪-৫ বছর আগে দেশে চলে আসেন। গত ফেব্রুয়ারি থেকে নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন তিনি। আমরা জেনেছি, গতকাল তার ডায়রিয়া হলে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। তারপর তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। হত্যার অভিযোগ থাকলে আমরা অবশ্যই সেটা খতিয়ে দেখবো।
এ বিষয়ে নিরাময় কেন্দ্র ‘সেভার আলোর পথ’ এর মালিক মিজানুর রহমান ডালিম জানান, আমাদের এখানে পানি নিয়ে সমস্যা চলছিল। ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় গতকাল দুইজনকে হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন। কিন্তু নিহতের স্বজনরা উল্টাপাল্টা বলছেন। এখন বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে, আশা করছি, তদন্তে প্রকৃত সত্যটি বের হয়ে আসবে