

চট্টগ্রাম : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে আজ শনিবার (২০ জুলাই) দুপুর ২টায় বিএনপির নূর আহমদ সড়কস্থ নাসিমন ভবনের সামনে পূর্ব ঘোষিত বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সেখানে তৈরি করা হচ্ছে মঞ্চ। সকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন সহ নেতারা মঞ্চ নির্মাণ কাজ তদারকি করেন।
আরো পড়ুন : বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা বিশ্বের কাছে দৃষ্টান্ত : মার্কিন রাষ্ট্রদূ
আরো পড়ুন : মশার ভয়ে মন্ত্রণালয়ে যাচ্ছেন না অর্থমন্ত্রী
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মহাসমাবেশে উপস্থিত থাকবেন।
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে বিপুল পরিমাণ নেতা-কর্মীর সমাগম হবে।
তিনি আরো বলেন, কেন্দ্রীয় নেতারা এখন চট্টগ্রামে। সমাবেশ থেকে নেত্রীর মুক্তির আন্দোলনের একটি দিক নির্দেশনা আসবে। সে নির্দেশনায় অপেক্ষা হাজার হাজার নেতা কর্মি।