
চট্টগ্রাম : ফটিকছড়িতে সাব্বির উদ্দিন ইকন (১৭) নামে এক কিশোরকে জবাই করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত ইকন বিবিরহাট ধুরং এলাকার মো. সাহাব উদ্দিনের ছেলে।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের কারবালা টিলা থেকে ইকনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরো পড়ুন : নাফ নদীতে ৭লাখ ইয়াবাসহ ট্রলার জব্দ
আরো পড়ুন : হালিশহরে নির্মিত হচ্ছে বহুতল কিচেন মার্কেট
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ছেলেটি বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাতে তার বাবা থানায় অভিযোগ দেন।
তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে পাইন্দং ইউনিয়নের কারবালা টিলায় ইকনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।