[caption id="attachment_44388" align="aligncenter" width="684"]
ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের সাথে কক্সবাজার ইয়োগা দলের সাক্ষাৎ[/caption]
প্রথমবারের মতো জাতীয় ইয়োগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা গঠিত জেলা ইয়োগা দল। অংশ নেয়া দলটি বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
আরো পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৪৮
আরো পড়ুন : কিশোরকে জবাই করে হত্যা ফটিকছড়িতে
সাক্ষাৎকালে সাথে ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, জেলা ইয়োগা এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও শক্তি কক্সবাজারের কর্ণধার উজ্জল সেন, ক্রীড়া সাংবাদিক ও সংগঠক আনোয়ার হাসান চৌধুরী, ইয়োগা কোচ ছিদ্দিকুল ইসলাম ও সংগঠক গিয়াস উদ্দিন প্রমুখ।
সাক্ষাৎ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জেলা ইয়োগা দলের সাফল্য কামনা করেন। জাতীয় পর্যায়ে এই প্রথম জেলা ক্রীড়া সংস্থা গঠিত জেলা ইয়োগা দলের অংশগ্রহণে সংশ্লিষ্টদের অভিবাদন জানান।
উল্লেখ্য, জাতীয় ইয়োগা প্রতিযোগিতায় অংশগ্রহণে ১১ সদস্যদের জেলা ইয়োগা দল এদিন রাতে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত