বেতনের পুরোটাই দান করবেন ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্ত সরকারি বেতনের অর্থ দাতব্য কাজে দান করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন খাতে তিনি এ অর্থ দান করবেন, তা এখনও ঠিক হয়নি। চলতি বছর শেষে তিনি একসঙ্গে পুরো বছরের বেতন দান করে দেবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর এএফপি ও এনবিসি নিউজের।

সোমবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার সরকারি বেতন দান করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনও ঠিক হয়নি, তিনি কোথায় এ অর্থ দেবেন। এ বিষয়ে সাংবাদিকদের পরামর্শ পেলে তিনি খুশি হবেন। এর আগেই তিনি জনগণের কাছে বেতন না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।’

মার্কিন আইন অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বেতন বার্ষিক ৪ লাখ ডলার। এর আগে নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট হলে বেতন না নেয়ার ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, আইন মানতে বাৎসরিক ১ ডলার বেতন নেবেন তিনি। এবার বাকি অর্থ দাতব্য কাজে দান করার সিদ্ধান্ত নিলেন। ২০ মার্চ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ২ মাস পূরণ হবে। ইতিমধ্যে তার নামে প্রথম মাসের বেতনের চেক ইস্যু করেছে দেশটির ট্রেজারি বিভাগ।

শেয়ার করুন