রাজধানীতে ৫০০ টাকায় ডেঙ্গু টেস্ট

ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত সভা। ছবি সংগৃহীত

রাজধানীতে ৫০০ টাকায় ডেঙ্গু টেস্ট করতে পারবে রোগীর স্বজন। এমন মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে ডেঙ্গুবিষায়ক অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল অফিসার (হাসপাতাল) ডা. শাহ আলম সিদ্দিকী।

আরো পড়ুন : ডেঙ্গুর কার্যকর ওষুধ ছিটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
আরো পড়ুন : কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ

রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় প্রাইভেট হাসপাতাল/ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরিচালক/ ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডেঙ্গু টেস্টের মূল্য নির্ধারণসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্তগুলো হলো−

১. ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্টগুলোর মূল্য নিম্নরূপ হবে

ক) NS1-৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ১২০০– ২০০০ টাকা।

খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ৮০০ – ১৬০০ টাকা। গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ১০০০ টাকা।

এই মূল্য তালিকা রোববার,২৮ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে।

২.সব প্রাইভেট হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করবে।

৩.ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার,নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে।এ ছাড়া সব হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে।

শেয়ার করুন