বসবাসের জন্য সেরা শহর ভিয়েনা, নিকৃষ্ট বাগদাদ

টানা অষ্টমবারের মতো বিশ্বের বসবাসের জন্য সবচেয়ে সুন্দর শহর নির্বাচিত হলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। নিউ ইয়র্কভিত্তিক পরামর্শ সেবাদানকারী সংস্থা মার্সারের করা এই প্রতিবেদনে বসবাসের সবচেয়ে অযোগ্য শহর হিসেবে বিবেচিত হয়েছে বাগদাদ।

জীবন-যাপনের মানের বিভিন্ন দিক বিবেচনায় প্রতিবছর বিশ্বের সেরা শহরের একটি তালিকা তৈরি করে এ সংস্থা। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিশ্বের ২৩১টি শহরের উপর এই জরিপ করা হয়। লন্ডন, প্যারিস, নিউইয়র্ক কিংবা টোকিওর মত শহরগুলো শীর্ষ ৩০ এর মধ্যেও ছিলনা। এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। তার অবস্থান ২৫। যুক্তরাষ্ট্রের মধ্যে সবার আগে ২৯ নম্বরে রয়েছে স্যান ফ্র্যানসিসকো।

ভিয়েনার জনসংখ্যা ১৮ লাখ। দেশটিতে খাবার, পরিবহন ব্যয় থেকে শুরু করে থিয়েটার, জাদুঘর ও অপেরার সব জায়গাতেই ব্যয় পশ্চিমা দেশগুলোর তুলনায় কম। ভিয়েনার সুগঠিত নগর কাঠামো, নিরাপদ রাস্তাঘাট আর ভালো গণস্বাস্থ্য সেবা শহরটিকে বসবাসের জন্য বিশ্বের সেরা শহরে পরিণত করে তুলেছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।

ভিয়েনার পর এই তালিকায় রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ, নিউজিল্যান্ডের অকল্যান্ড, জার্মানির মিউনিখ ও কানাডার ভ্যানকুভার।

২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর থেকে সহিংসতার শিকার বাগদাদ বসবাসের অযোগ্যের শীর্ষে। ছয় বছর ধরে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামাসকাস তালিকার সপ্তম স্থানে। এছাড়া শেষের দিকে আছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের বাঙ্গুই ও ইয়েমেনের রাজধানী সানাও।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন