
বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকা থেকে ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে বারোটায় অযিান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- মোহাম্মদ নুর(২৮) ও মোঃ আল-আমিন তুহিন (২২)।
আরো পড়ুন : চিনলাম বাবা দেবীশেঠীকে….শুনুন ভিডিওটি
আরো পড়ুন : কোতোয়ালী থেকে ২ মাদক বিক্রেতা গ্রফেতার
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার টেকনাফ এলাকা হতে কম দামে ক্রয় করে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল যোগে বেশি দামে বিক্রয় করে আসছিল।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।