সীতাকুণ্ডে দুই ডেঙ্গু রোগী সনাক্ত

সীতাকুণ্ড : উপজেলায় দুই জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ডেঙ্গু আক্রান্ত হিসেবে সনাক্ত করেন। আক্রান্ত দুই জনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত চট্টগ্রামে
আরো পড়ুন : পৌরসভায় অনির্দিষ্টকাল কর্মবিরতি : সেবাবঞ্চিত মিরসরাই পৌরবাসী

মঙ্গলবার (৩০ জুলাই) সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনসালটেন্ট ডা: ফরিদ আহমেদ বলেন, গত ২৬ জুলাই উপজেলার বগাচতর এলাকার নুরুন নবীর ছেলে আমজাদ হোসেন (১৯) এবং ২৭ জুলাই বাঁশবাড়িয়া এলাকার সাইফুল ইসলাম (২০) জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের চিকিৎসকরা তাদের এন এস-১ পজেটিভ এন্টিজেন ফর ডেঙ্গু জ্বরের বিষয়টি নিশ্চিত করেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপতালে প্রেরণ করা হয়।