শেষ হলো ৩ দিনের ফলদ বৃক্ষমেলা

ফলদ বৃক্ষ মেলাশেষে সনদ তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

শামীম ইকবাল চৌধুরী নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : জেলার নাইক্ষ্যংছড়িতে তিন দিনের ফলদ বৃক্ষমেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ শ্লোগানে উপজেলা পরিষদ চত্তরে এই মেলা শুরু হয়।

শনিবার (৩ আগস্ট) দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শফিউল্লাহ বলেছেন- সবুজকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। আর সেই ধরনের উন্নয়ন কখনো টেকসই হতে পারে না।

আরো পড়ুন : বায়েজিদে ধর্ষণচেষ্টা মামলা, পলাতক ৩ অভিযুক্ত
আরো পড়ুন : বাঁচানো গেলো না ডেঙ্গু আক্রান্ত স্কুলছাত্র রাইয়ানকে

উপজেলা চেয়ারম্যান বলেন, অর্থনৈতিক উন্নয়নের যে পরিকল্পনা সরকারের হাতে রয়েছে, তা সবুজবান্ধব। আর তা বাস্তবায়ন করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। কারণ সরকার প্রত্যন্ত অঞ্চলের কোনো জায়গা সবুজবিহীন রাখতে চায় না।

ফলদ বৃক্ষ মেলা ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি। বিশেষ অতিথির বক্তব্য দেন- নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, বিএটিবির ডিপো ইনচার্জ হাফিজুর রহমান, আওয়ামী লীগনেতা সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল প্রমূখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম জানান- অনুষ্ঠানে ফলদ বৃক্ষমেলা উপলক্ষে শিক্ষার্থী ও চাষীদেরকে নানা প্রজাতীর চারা বিতরণ করা হয়। মেলায় আগত সাতটি স্টলের পরিচালকদেরকে সম্মাননা জানানো হয়।