চট্টগ্রামে সরঞ্জামসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে সরঞ্জামসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম : ঈদুল আজহার বাকি আর মাত্র এক সাপ্তাহ। এর মধ্যে বন্দর নগরের পশুরহাটকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা অজ্ঞান পার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার ইনজেকশনের সিরিঞ্জভর্তি মলম ও কয়েক ধরনের ঘুমের ওষুধ উদ্ধার করা হয়।

আরো পড়ুন : চট্টগ্রামে আ. লীগ নেতা মাসুম গ্রেপ্তার
আরো পড়ুন : ডেঙ্গুতে এবার প্রাণ হারালেন আবহাওয়াবিদের স্ত্রী

রোববার (৪ আগস্ট) পতেঙ্গা বিমানবন্দর সড়কে বিজয়নগর এলাকায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারা হলো-বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার কাঁঠালতলা এলাকার হেমায়েত খাঁ’র ছেলে মানিক খাঁ (৩৩) মংলা থানার পৌরসভা ১ নম্বর ওয়ার্ড এর আবুল হাশেম বেপারীর ছেলে মো. হালিম (৩৮) এবং ফিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দেবীপুর এলাকার আমির হোসেন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৫২)।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, পশুরহাটকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা অজ্ঞান পার্টির তিন সদস্যকে ইনজেকশনের সিরিঞ্জভর্তি মলম ও কয়েক ধরনের ঘুমের ওষুধসহ গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সদস্যরা চোখে মলম ছিটিয়ে এবং ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে টাকা-মোবাইল হাতিয়ে নেয়। এ চক্রের আরও কয়েকজন সদস্যের তথ্য পেয়েছি আমরা। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

শেয়ার করুন