সংবাদ সম্মেলনে প্রাণিসম্পদ কর্মকর্তা
কোরবানির পশুর ঘাটতি নেই চট্টগ্রামে

সংবাদ সম্মেলনে প্রাণিসম্পদ কর্মকর্তা

চট্টগ্রাম : এতদ্বাঞ্চলে এবার কোরবানির পশুর ঘাটতি নেই। তবে পশু ক্রয়ের পর কোরবানিদাতাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কোরবানির পশুকে খাবার হিসেবে খড়-ঘাস ও পানি ছাড়া বাড়তি কিছু দেয়া উচিত হবে না। পশুকে কোনভাবেই ভাত দেবেন না। ভাত খেয়ে পশুর পেটে গ্যাস জমবে।। গ্যাসের কারণে পশুর মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে। বেঁচে গেলেও ওই পশুর মাংস টক কিংবা নষ্ট হয়ে যেতে পারে।

বুধবার (৭ আগষ্ট) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক।

আরো পড়ুন : কাশ্মীর ইস্যু: ভারতের কড়া সমালোচনা আন্তর্জাতিক মিডিয়ার
আরো পড়ুন : বায়েজিদে ৮ ছিনতাইকারী আটক

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার চট্টগ্রামে ৬৩টি স্থায়ী এবং ১৪৬টি অস্থায়ী পশুর হাট বসবে। এসব হাটে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্তাবধানে ৭১টি ভেটেরিনারি টিম কাজ করবে। প্রতিটি টিমে ৩-১১ জন সদস্য থাকবেন। এ ছাড়া ক্রেতা ও বিক্রেতাকে সব ধরনের সহায়তা দেবেন।

চট্টগ্রামে ৭ হাজার ৫৭টি খামারে ৬ লাখ ১০ হাজার ২১৯টি পশু রয়েছে। গত ৩১ জুলাইয়ের হিসাব অনুযায়ী ৪ লাখ ১৪ হাজার ৩৮৭টি গরু, ৪২ হাজার ২৮৪টি মহিষ, ১ লাখ ৪৭ হাজার ৫৪৮টি ছাগল ও ভেড়া রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে ২ লাখের বেশি পশু চট্টগ্রামে পৌঁছেছে।

চট্টগ্রামে ৭ লাখ ২০ হাজার সম্ভাব্য কোরবানি পশুর প্রয়োজন। এর মধ্যে গরু মহিষের চাহিদা ৪ লাখ ৬২ হাজার ৬১৭টি, ছাগল ভেড়া ১ লাখ ৪৭ হাজার ৫৪৮টি। তাই এবার চট্টগ্রামে কোরবানির পশুর ঘাটতি নেই।

অপরদিকে নগরের খুলশীতে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ (০১৮৫৯ ২৫৫১৫১, ০১৭২০ ৮৮২২৮২) চালু করা হয়েছে।

সংবাদ সম্মেলন পূর্ব কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ক্যাবের সভাপতি এসএম নাজের হোসাইন, সিভাসুর পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ডা. একেএম সাইফুদ্দিন, জেলা বিশেষ শাখার ওসি (ওয়াচ) মোহাম্মদ মজিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন