কক্সবাজার পরিবার পরিকল্পনা বিভাগের ক্রাশ প্রোগ্রাম

কক্সবাজার পরিবার পরিকল্পনা বিভাগের ক্রাশ প্রোগ্রাম

কক্সবাজার: জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: পিন্টু কান্তি ভট্টাচার্যের নির্দেশনায় ক্রাশ প্রোগ্রাম বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন : তামাকমুক্ত শহর গড়তে পরিকল্পনার নির্দেশ মেয়রের
আরো পড়ুন : সীতাকুণ্ডে ট্যুরিস্ট সার্ভিস প্রোভাইডারদের কর্মশালা সম্পন্ন

জেলা পরিবার পরিকল্পনা বিভাগ সাম্প্রতিক সময়ের আলোচিত বিষয় প্রাণঘাতক এডিস মশা, ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছে। সর্বস্তরের জনগণকে উপরোক্ত বিষয়ে সচেতন হতে তারা আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, প্রোগ্রাম জেলার ৮ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়েও অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাপক জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।