[caption id="attachment_45280" align="aligncenter" width="720"]
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত।[/caption]
মিয়ানমারের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। নিহত হয়েছে অন্তত ৩৪জন। নিখোঁজ রয়েছে বহু নারি পুরুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি’র।
প্রতিবেদনে বলা হয়, অতিবৃষ্টির ফলে শুক্রবার মিয়ানমারের মোন রাজ্যে পবর্তের পাদদেশে অবস্থিত থায়ি পেয়ার কোনি গ্রামের ওপর ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের ১৬টি বাড়ি ও এক মঠ মাটির নিচে চাপা পড়ে।
আরো পড়ুন : কাশ্মীর নিয়ে পোস্ট : ‘বাংলাদেশি’ গ্রেফতার ভারতে
আরো পড়ুন : ইপিজেডে ছিনতাইকারী দলের ৬ সক্রিয় সদস্য গ্রেফতার
এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার দলের সদস্যরা জীবিতদের খুঁজে বের করতে এবং কাদা মাটির ভিতর থেকে অনেকের লাশ উদ্ধারে রাতভর কাজ করে। দেশটির জরুরি বিভাগের কর্মীরা শনিবার তাদের অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে।
স্থানীয় প্রশাসক মিয়ো মিন তুন বলেন, ‘এ পর্যন্ত আমরা ৩৪ জনের লাশ ও আহত ৪৭ জনকে উদ্ধার করেছি।’ এখনো শতাধিক লোক নিখোঁজ রয়েছে বলে কর্মকর্তারা ধারণা করছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত