
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : আমার শরীরের চামড়া দিয়ে মানুষের পায়ে জুতো বানিয়ে দিলেও সদর ইউনিয়নের মানুষের এই ভালোবাসার ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না। কারাবরণ আর মুক্তি পরবর্তী এলাকার মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তার জন্য আমি আমৃত্যু এলাকার মানুষের গোলাম হয়ে থাকব। তবে কথা দিচ্ছি, আমৃত্যু চেষ্টা করব আমার গায়ের চামড়া দিয়ে হলেও আপানাদের ভালবাসার ঋণ শোধ করার।
শুক্রবার (৩০আগসট) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের কারামুক্ত চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী গণসংবর্ধায় আবেগমিশ্রিত কণ্ঠে এভাবেই বলছিলেন এসব কথা।
আরো পড়ুন : পিকনিকের বাসে ৫৮ হাজার ইয়াবাসহ চালক ও সহকারী আটক
আরো পড়ুন : হাঁসের সঙ্গে খেলতে খেলতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সংবর্ধিত কারামুক্ত তসলিম ইকবাল আরো বলেন-মানুষের ভালোবাসা আমার মানসিক শক্তি বাড়িয়ে দিয়েছে। এই শক্তি দিয়ে সদর এলাকায় উন্নয়ন অব্যাহত ও মানুষের সেবা করে যেতে চাই।
এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্তিপাওয়ার পর শুক্রবার বিকেলে রামু রাবার বাগান এলাকায় পৌঁছুলে শতাধিক মোটর শোভাযাত্রা নিয়ে জনপ্রিয় চেয়ারম্যান তসলিম ইকবালকে বরণ করে নেন এলাকার সর্বস্তরের মানুষ। সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন শিমুলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন-পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়াই চাক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, সদর ইউপি মেম্বার ফয়েজ উল্লাহ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলী হোসেন, যুবলীগ নেতা ফাহিম ইকবাল চৌধুরী, ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ। এতে ইউনিয়ন পরিষদের নয় ওয়ার্ডের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গসহ বিভিন্ন সামাজিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।